[আমার পরিক্ষা চলছে। পোষ্টা ড্রাফ্টে ছিল প্রকাশ করে দিলাম]
আমার এই পোষ্টটা মূলত নতুন ব্লগার দের জন্য। আপনারা নিচের ছবিতে লক্ষ করেন দেখতে পাবেন লাল মার্ক করা কিছু আইকোন। এগুলো আবার একেক সাইটের একেক রকম। এগুলোকে ফেবিকন বলে।
ওয়ার্ডপ্রেস এ এই ফেবিকন খুব সহজে বদলানো যায় ব্লগারেও যায়। তবে নিজেকে করতে হয়।
এই ফেবিনের জন্য প্রথমে আপনি একটা ছবি পছন্দ করুন। তার পর এখানে যান। এখানে গিয়ে ঐ ছবিটা আপলোড করুন। এখানে নিচের ছবির মত বাম পাশের ফেবিকনটা আপনার হার্ডডিক্স এ সংরক্ষন করুন।
এবার ছবিটা কোথাও upload করুন upload কারার জন্য এই সাইটা ব্যাবহার করতে পারেন।
এবার লিংটা সংরক্ষান করুন ধরে নিলাম আপনার ছবির লিং http://...................png/
আপানার ব্লগের লেআউট থেকে html এ যান ঐ খানে গিয়ে নিচের লেখাটি ctrl চেপে F চাপুন এবং খুজে বার করুন নিচের লেখাটি। এটি একদম উপরেই আছে।
<title><data:blog.pageTitle/></title>
এবং এর ঠিক নিচে নিচের লেখাটি পেস্ট করে দিন
<link href='http://...................png/' rel='shortcut icon' type='image/png'/>
আর http://...................png/ জায়গায় আপনার ছবির লিং দিন
এবার save করুন।
ব্যাস বদলে গেল আপনার ব্লগের ফেবিকন।
[ বিদ্র: এই ফেবিকন আপনার Internet Explorer তে দেখা নাও যেতে পারে। Mozilla Firefox এ দেখা যায় পরিষ্কার। Google Chrome এও আমি দেখেছি ]
কোন সমস্যা হলে আমি তো আছিই।
সোমবার, ১৯ এপ্রিল, ২০১০
ব্লগার থেকে ব্লগার আইকোন (ফেবিকন) বদলে ফেলি
পোস্ট লিখেছেন:
শিবলী
লেবেল:
ওয়েব ডেভলপিং,
ফেবিকন,
ব্লগার,
ব্লগিং
4 টি মন্তব্য:
ধন্যবাদ শেয়ার করার জন্য ।
জিনিষটা জানতাম । তারপরও ভালো হয়েছে পোষ্টটা ।
অসাধারণ একটা পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
আমি আমার ব্লগের ফেবিকন চেঞ্জ করেছি http://bdrobin786.blogspot.com
good
একটি মন্তব্য পোস্ট করুন