সোমবার, ১৯ এপ্রিল, ২০১০

ব্লগার থেকে ব্লগার আইকোন (ফেবিকন) বদলে ফেলি

[আমার পরিক্ষা চলছে। পোষ্টা ড্রাফ্টে ছিল প্রকাশ করে দিলাম]

আমার এই পোষ্টটা মূলত নতুন ব্লগার দের জন্য। আপনারা নিচের ছবিতে লক্ষ করেন দেখতে পাবেন লাল মার্ক করা কিছু আইকোন। এগুলো আবার একেক সাইটের একেক রকম। এগুলোকে ফেবিকন বলে।

ওয়ার্ডপ্রেস এ এই ফেবিকন খুব সহজে বদলানো যায় ব্লগারেও যায়। তবে নিজেকে করতে হয়।




এই ফেবিনের জন্য প্রথমে আপনি একটা ছবি পছন্দ করুন। তার পর এখানে যান। এখানে গিয়ে ঐ ছবিটা আপলোড করুন। এখানে নিচের ছবির মত বাম পাশের ফেবিকনটা আপনার হার্ডডিক্স এ সংরক্ষন করুন।







এবার ছবিটা কোথাও upload করুন upload কারার জন্য  এই  সাইটা ব্যাবহার করতে পারেন।

এবার লিংটা সংরক্ষান করুন ধরে নিলাম আপনার ছবির লিং http://...................png/

আপানার ব্লগের লেআউট থেকে html এ যান ঐ খানে গিয়ে নিচের লেখাটি ctrl চেপে F চাপুন এবং খুজে বার করুন নিচের লেখাটি। এটি একদম উপরেই আছে।



    <title><data:blog.pageTitle/></title>


এবং এর ঠিক নিচে নিচের লেখাটি পেস্ট করে দিন


    <link href='http://...................png/' rel='shortcut icon' type='image/png'/>


আর http://...................png/  জায়গায় আপনার ছবির লিং দিন

এবার save করুন।
ব্যাস বদলে গেল আপনার ব্লগের ফেবিকন।

[ বিদ্র: এই ফেবিকন আপনার Internet Explorer তে দেখা নাও যেতে পারে। Mozilla Firefox এ দেখা যায় পরিষ্কার। Google Chrome এও আমি দেখেছি ]

কোন সমস্যা হলে আমি তো আছিই।

4 টি মন্তব্য:

Sam বলেছেন... [ উত্তর দিন ]
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
pinix বলেছেন... [ উত্তর দিন ]

ধন্যবাদ শেয়ার করার জন্য ।
জিনিষটা জানতাম । তারপরও ভালো হয়েছে পোষ্টটা ।

রবিন সরকার বলেছেন... [ উত্তর দিন ]

অসাধারণ একটা পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
আমি আমার ব্লগের ফেবিকন চেঞ্জ করেছি http://bdrobin786.blogspot.com

tecklool বলেছেন... [ উত্তর দিন ]

good

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ