বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০১০

অপেরা মিনির সমস্যার সমাধান

আমার মনে হয় না আপনাদের আর অপেরা মিনির সাথে পরিচিত করে দেয়ার দরকার আছে। এটি হল পৃথিবীর সর্বশ্রেষ্ট মোবাইল ব্রাউজার। এর নতুন ভার্ষন ৫ বেরিয়েছে। কিন্তু অনেক দূর্বল মোবাইল আছে যে গুলোতে অপেরা মিনি ৫ খুব স্লো আর মাঝে মাঝে এটা অটমেটিক বন্ধ হয়ে যায়। যেমন আমার SYMPHONY T55 এটা হয়েছিল। এটার ফলে আমি ভেবেছিলম আমার মোবাইলটা মনে হয় জাভা সাপর্ট ঠিক ভাবে করছেনা।

আপনাদের যদি এই সমস্যা দেখা দেয়। তবে আপনারা অপেরা মি ৪ ব্যাবহার করতে পারেন।

ডাউনলোড লিঙ্ক অপেরা মিনি ৪

এতেও যদি সমস্যা দূর না হয় তবে 

ডাউনলোড লিঙ্ক অপেরা মিনি ৩

আর সর্বশেষ ভার্ষন     ৫ এর  লিঙ্ক


আর বাংলা দেখতে চাইলে অপেরা মিনি ওপেন করে অড্রেস বারে লিখুন about:config বা opera:config তার পর নিচের দিকে গেয়ে "use bitmap font for complex script" লেখাটি দেখতে পাবেন এখানে no আছে yes করে দিন।

 ব্যাস আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেল।
অপেরা মিনির সকল ভার্ষন এর লিঙ্ক এখানে

এর পরেউ যদি কোন সমস্যা হয় তবে তো আমি আছিই।

1 টি মন্তব্য:

Bipta বলেছেন... [ উত্তর দিন ]

আমার মোবাইল সেট নোকিয়া ৫১৩০এক্সপ্রেসমিউজিক। অপেরা মিনি ব্রাউজ করে আগে বাংলা লেখা পড়তে পারতাম। এখন বাংলা অক্ষর দেখা যায় কিন্তু যুক্তবর্ণ যুক্ত থাকে না হ্রস্ব উ কার দেখা যায় না। উল্লেখ করি যে আমি অপেরা মিনি opera:config এর "use bitmap font for complex script" এ yes দিয়ে ভিজিট করি পরে আবার no দিয়েছি আগের অবস্থায় ফিরে আসার জন্য। opera mini 3.1 এ সমস্যা হয় না। কিন্তু opera mini 4 এবং 5 এমস্যা দেখা দিচ্ছে। শুধু browsing এ সমস্যা। এর সমাধান কী জানান pls.
wapmadtag@yahoo.com ঠিকানায় ইমেইল করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ