বৃহস্পতিবার, ৬ মে, ২০১০

draft blogger এ তৈরি টেমপ্লেটে নিজের ইচ্ছা মত পটভূমি দিন

ব্লগারে যারা ব্লগিং করেন তারা ইতিমধ্যে http://draft.blogger.com এর সাথে পরিচিত হয়ে গেছেন। এটাতে লেআউট এ  টেমপ্লেট ডিজাইন নামক একটি নতুন অপশন যোগ হয়েছে।

এখানে গিয়ে আপনি সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। যার জন্য html এর কিছুই জানতে হবে না। এখানে আপনি আপনার ব্লগের জন্য বিভিন্ন রকম পটভুমি বেছে দিতে পারবেন।

তবে এগুলোর মধ্যে থেকেই  আপনাকে দিতে হবে। আর আপনি যদি আর একটু কষ্ট করেন তবে আপনি এখানে আপনার ইচ্ছে মত ছবি দিতে পারবেন।

আমি নিচে বলছি কিভাবে এটা করবেন। আর আমি এটা একদম আমার মত হাবলাদের উপযোগি করে লিখেছি


১.প্রথমে আপনি টেমপ্লেট ডিজাইনে গিয়ে নিজরে ইচ্ছা মত আপনার ব্লগ তৈরি করুন।

২.এবার ফায়ার ফক্স এর মাধ্যমে আপনার ব্লগ ওপেন করুন। এবং MOUSE POINTER টা এর পাটভূমির ছবির ওপর নিয়ে গিয়ে ডান বটমে ক্লক করুন এবং পটভূমির ছবি প্রদর্শন এ ক্লিক করুন




৩.এবার ঐ ছবির লিংটা সংরক্ষন করুন


৪.এবার 1640x786 সাইজের একটা ছবি তৈরি করুন এবং ছবিটা কোথাও আপলোড করে লিংটা সংরক্ষন করুন।

৫.এবার লেআউট> html সম্পাদনা গিয়ে Ctrl+F চাপুন। এ ব্লগারের দেয়া ছবির লিংটা অনুসন্ধান (find) এর পেষ্ট করুন।

৬. এবার ঐ ছবির লিংটা পুরোপুরি মুছে দিয়ে আপনার 1640x786 সাইজের তৈরি করা ছবিটির লিং দিন।

৭.save করুন

ব্যাস কাজ শেষ। আর যদি কোন অংশ বুঝতে না পারেন আমি তো আছিই। মন্তব্য করুন।

2 টি মন্তব্য:

pinix বলেছেন... [ উত্তর দিন ]

এত কষ্টও করতে হবে না template designer > advanced > add css >তারপর ডানপাশে নিচের লিঙ্কটি কপি করে দিলেই হবে। অবশ্যই (http://example.com/image.png) এইখানে নিজের আপলোডকৃত ছবির লিমক দিতে হবে।

body {
background: url(http://www.example.com/image.png);
}

.body-fauxcolumn-outer div {
background: none !important;
}

শিবলী বলেছেন... [ উত্তর দিন ]

এটা আমি আসলে জানতোম না..

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ