মঙ্গলবার, ২২ জুন, ২০১০
কিবোর্ড কেনার আগে একটা মার্কার পেন কিনুন
কদিন আগে আমার কিবোর্ডটা কদিন আগে হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। বহু চেষ্টা চরিত করেও আমি আমার কিবোর্ডটা ভালো করতে পারিনি। তার পর অতগ্য হয়ে বাজারে গেলাম একটা কিবোর্ড কিনতে। কিন্তু আমার কিবোর্ড পছন্দ হয়না। আমার আগের কিবোর্ডটার নিচে হাত রাখার জায়গা ছিল তাই টাইপ কারার সময় হাত নিচে রাখা যেত। এর এটার সুইচ গুলো একটু বাঁকা ছিল। তাই অনেক সময় ধরে টাইপ কারা যেত। বহু দেখে এটা কিবোর্ড পছন্দ হল। কিবোর্ডটা ছিল ল্যাপটপ কিবোর্ড এর মত নিউমেরিক প্যাড ছিলা। আর আমার আগের কিবোর্ডটার মত পাতলা। তাই সিন্ধান্ত নিলাম এটাই নেব। কিন্তু একি এগুলোর সব গুলোর শেষে বিজয় লেখা! বহু বেছও আমি বিজয় লেখা ছেড়া কিবোর্ড পেলাম না্। শুধু এই মডেল নয় সব মডেল এই বিজয় এর। তাই অতগ্য হয়ে এটাই নিলাম এবং সথে মার্কার পেনাও কিনলাম। মোটামুটি বহুবার ঘুষে বিজয় লেখাটা মুছতে পারলাম(মানে ঢাকতে পারলাম আর কি)। আমাদের খাগড়াছড়ির বাজার ছোট তাই এখানে সবগুলো কিবোর্ড আনন্দ কম্পিউটারর্স এর (মানে বিজয় এর)। আমি বড় বড় শহর গুলোতেও দেখেছি। সবগুলো কিবোর্ড বিজয় এর না হলেও বেশীর ভাগ কিবোড হল বিজয় এর।
আমি এ কথা মনে করে খুব দুঃখ পাই আমাদের অভ্র এর কোন কিবোর্ড নাই।
4 টি মন্তব্য:
অভ্র তো বাণিজ্যিক না বিজয়ের মত ।
তুমি কমেন্টের ইমেইল notification সেট করেছ ।
তা ঠিক, তবুও দেখার ইচ্ছা করে।
না ভাই সেট করা নাই। আপনি বললে করতে পারি।
http://onmad.tk/ তে তোমারটা সেট করে দিছি।
ঢেকে দিয়ে খুব ভাল করেছ :D
একটি মন্তব্য পোস্ট করুন