বুধবার, ২৩ জুন, ২০১০

দৈনিক পত্রিকার সাইট গুলোও কি আমাদের (অপ্রাপ্ত বয়স্ক) ভিজিট উপযোগী থাকবে না

জনকন্ঠ বাংলাদেশের একটা প্রচলিত পত্রিকা। বর্তমানে ইন্টানেটে মোটামুটি সবগুলো দৈনিক পত্রিকা পড়া যায়। আমি মাঝে মাঝেয় পড়ি। আজ জনকন্ঠের সাইটে গিয়ে কিছু বিজ্ঞাপন দেখতে পেলাম। একটু কৌতহলের বসেয় ক্লিক করলাম। সাইটির হল www.bdlook.com কিন্তু গিয়ে আমার আক্কেল গ্রুম একি এতো প্রাপ্ত বয়ষ্কদের সাইট। কিন্তু জনকন্ঠের সাইটে এই বিষয়ে কোন সাবধানতা বানী লেখা নেই। নিচে  www.bdlook.com সাইটের দু'টি Screen shot দিলাম।



তাহলে চিন্তা করেন দৈনিক পত্রিকার সাইট গুলোর যদি এই অবস্থা হয়, আমার ব্যাক্তি গত ভাবে যারা ব্লগিং করি তাদের সাইট গুলোর কি অবস্থা হবার কথা।

দৈনিক পত্রিকার সাইট গুলোও কি আমাদের (অপ্রাপ্ত বয়স্ক) ভিজিট উপযোগী থাকবে না।
আমারা যাব কোথায়!

6 টি মন্তব্য:

Sam বলেছেন... [ উত্তর দিন ]

কিছু আসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের এই অবস্থা ।
আমাদের সবার সচেতন থাকতে হবে ।

শিবলী বলেছেন... [ উত্তর দিন ]

সহমত

রনি পারভেজ বলেছেন... [ উত্তর দিন ]

টাকার জন্য সব করতে পারে ওরা।
নিজে ভাল থাকাটাই বেস্ট ওয়ে।

শিবলী বলেছেন... [ উত্তর দিন ]

আমারও তাই মনে হয়।

মেঘমালা বলেছেন... [ উত্তর দিন ]

ভাই,আপ ভালো তো জগৎ ভাল।টাকার জন্য সব করতে পারে ওরা।
আমাদেরকে এদের বিরূদ্ধে প্রতিরোধ গড়তে হবে।আপনি ইচ্ছাকৃত ভাবে
এসব সাইটে গেলে আমার কিছু বলার নেই।কিনতু কেউ জোর করে
বা এভাবে আপনাকে আমাকে এসব সাইটে পাঠালে এটা কখনো সমর্থন
করা যায়না।

শিবলী বলেছেন... [ উত্তর দিন ]

@মেঘমালা

মন্তব্যের জন্য ধন্যবাদ।
কিন্তু সংবাদ পত্রগুলোকে এই বিষয় গুলো দিকে একটু নজর দেয়া উচিৎ।

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ