জনকন্ঠ বাংলাদেশের একটা প্রচলিত পত্রিকা। বর্তমানে ইন্টানেটে মোটামুটি সবগুলো দৈনিক পত্রিকা পড়া যায়। আমি মাঝে মাঝেয় পড়ি। আজ জনকন্ঠের সাইটে গিয়ে কিছু বিজ্ঞাপন দেখতে পেলাম। একটু কৌতহলের বসেয় ক্লিক করলাম। সাইটির হল www.bdlook.com কিন্তু গিয়ে আমার আক্কেল গ্রুম একি এতো প্রাপ্ত বয়ষ্কদের সাইট। কিন্তু জনকন্ঠের সাইটে এই বিষয়ে কোন সাবধানতা বানী লেখা নেই। নিচে www.bdlook.com সাইটের দু'টি Screen shot দিলাম।
তাহলে চিন্তা করেন দৈনিক পত্রিকার সাইট গুলোর যদি এই অবস্থা হয়, আমার ব্যাক্তি গত ভাবে যারা ব্লগিং করি তাদের সাইট গুলোর কি অবস্থা হবার কথা।
দৈনিক পত্রিকার সাইট গুলোও কি আমাদের (অপ্রাপ্ত বয়স্ক) ভিজিট উপযোগী থাকবে না।
আমারা যাব কোথায়!
6 টি মন্তব্য:
কিছু আসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের এই অবস্থা ।
আমাদের সবার সচেতন থাকতে হবে ।
সহমত
টাকার জন্য সব করতে পারে ওরা।
নিজে ভাল থাকাটাই বেস্ট ওয়ে।
আমারও তাই মনে হয়।
ভাই,আপ ভালো তো জগৎ ভাল।টাকার জন্য সব করতে পারে ওরা।
আমাদেরকে এদের বিরূদ্ধে প্রতিরোধ গড়তে হবে।আপনি ইচ্ছাকৃত ভাবে
এসব সাইটে গেলে আমার কিছু বলার নেই।কিনতু কেউ জোর করে
বা এভাবে আপনাকে আমাকে এসব সাইটে পাঠালে এটা কখনো সমর্থন
করা যায়না।
@মেঘমালা
মন্তব্যের জন্য ধন্যবাদ।
কিন্তু সংবাদ পত্রগুলোকে এই বিষয় গুলো দিকে একটু নজর দেয়া উচিৎ।
একটি মন্তব্য পোস্ট করুন