সুনীল মায়াতে |
এই লিরিকটা আমার বন্ধু রোমান্সের লেখা এবং সুর করা । যদিও গানটা আমার কাছে নেই। যদি সুযোগ পাই কখনো download link দিয়ে দিব।
সুনীল মায়াতে জড়িয়ে রেখেছি
বহুদিনের সেই জলমালা,
মালাখানি মম বিষাদেহারা ছুয়েছে
অতল নীরবে পৃথ্বীর প্রাচীন প্রেমেরে,
ভেসে যাই জলে আখি ছলছলে বিশন্ন জলপদ্ম,
আজি পরাহ্নে মেঘের আভাতে হারালেম ভালবাসারে ।
যদি চকিত চাহনিতে দেখি তোমায়,
তোমার হরিণীর চোখে খুজে পাই ভালবাসা,
ভালবাসা যেন প্রিয়ার হারানো দৃষ্টি,
যার মাঝে আমি নিজেরে হারাই ।
সেদিন হৃদয়ে ভালবাসার ঝড় উঠল,
যেদিন তোমারে প্রথম দেখিলেম,
শ্রান্ত বিকেলে পদ্ম পুকুরে ।
সুনীল মায়াতে জড়িয়ে রেখেছি
বহুদিনের সেই জলমালা,
মালাখানি মম বিষাদেহারা ছুয়েছে
অতল নীরবে পৃথ্বীর প্রাচীন প্রেমেরে,
ভেসে যাই জলে আখি ছলছলে বিশন্ন জলপদ্ম,
আজি পরাহ্নে মেঘের আভাতে হারালেম ভালবাসারে ।
যদি চকিত চাহনিতে দেখি তোমায়,
তোমার হরিণীর চোখে খুজে পাই ভালবাসা,
ভালবাসা যেন প্রিয়ার হারানো দৃষ্টি,
যার মাঝে আমি নিজেরে হারাই ।
সেদিন হৃদয়ে ভালবাসার ঝড় উঠল,
যেদিন তোমারে প্রথম দেখিলেম,
শ্রান্ত বিকেলে পদ্ম পুকুরে ।
বি:দ্র: এই পোষ্টটা আমার নিজের ব্লগেও দিয়েছি। this lyric was written by my friend nc_69.
13 টি মন্তব্য:
ভলো গান। তবে ... আমি গাইলে সবাই পালাবে
আমিও ২ বছর আগে একবার গাইছিলাম , সবাই পালায়া গেছিলো ।
পারলে আপলোড করো তো। শুনে দেখার ইচ্ছা হচ্ছে।
pinix অপলোড দেন .... শুনি।
"pinix ভাই" হবে আপনি আমার বহুত বড়...
"ভাই"টা দেইনি (ভুল করে)
কিন্তু ব্লগের জগতে তুমি আমার senior.
its ok no problm.you can call me pinix.
http://www.google.com/profiles/samazgor
http://twitter.com/pinixdj
http://www.hi5.com/friend/profile/displayProfile.do?userid=530918769
http://www.myspace.com/538219539
@pinix ID গুলো দেবার জন্য ধন্যবাদ
এই পোস্টের মহত্ব বুঝলাম না । সর্বাধিক মন্তেব্যের অধি কারি কিভাবে হল ?
pongopalব্লগটা দেখতো শিবলী
@dj
আমরা বেশী মন্তব্য করেছি বলে সর্বাধিক মন্তব্যের পোষ্ট হয়েছে।
আপনার ব্লগে তো ঢুকতে পারছি না।
টেমপ্লেটের সাইজ বেশি আর তোমার মনে হয় স্পিদ কম ।
@pinix
না টেমপ্লেটের সাইজ ছোট হয়েছে। আর নিচের বারটা সমস্যা করছে।
না না আমি সাইজ বলতে কেবি এর কথা বলছি । width আমি ইচ্ছাকৃতভাবে কমায়া দিছি ।
এখন দেখো ।
আরো কোনো সমস্যা থাকলে বলো ?
একটি মন্তব্য পোস্ট করুন