সোমবার, ১৯ জুলাই, ২০১০
আমি
আমার নাম নূর এলাহী শিবলী। আমার ডাক নাম শিবলী।
আমার সম্পর্কে বলার মত তেমন কিছুই নাই। আমি আর দশটা ছেলের মতই । তবে কোন মানুষ কোন মানুষের মত হতে পারে না। আমার কিছু বৈশিষ্ট তাই দিলাম।
১. আমি খাই বেশী।
২. স্কুল ফাঁকী দেই বেশী (বেশীর ভাগ সময় পেট ব্যাথার অযুহাত দেখাই। সবার দুইটা হাত আমার তিনটা হাত ডানহাত, বামহাত আর অযুহাত)।
৩. আর আমি মারামারিও করি বেশী।
উপরে গেল আমি কোন দিক গুলোতে বেশী। এবার আমি বলি আমি কোন দিক গুলোতে কম।
১. লেখা-পড়া করি কম।
২. পরিক্ষায় নাম্বার পাই কম।
আমার জীবনের সবচেয়ে বড় ট্রাজেটি হল আমি জীবনে পরিক্ষায় প্রথম হই নাই (আমার কি দোষ বলেন আমার স্কুলের ডাইরিতে লেখা আছে "পরিক্ষায় প্রথম হওয়ার চেয়ে জীবনে প্রথম হওয়া অনেক গুরুত্বপূর্ণ" প্রথমটা তো মানছি)।
আমার বিশেষ এটা ক্ষমতা আছে। আমি ঘুমের মধ্যে খুব জোরে নাক ডাকি।
আমার এত গুলো দোষ থাকার পরএও আমার বন্ধুরা আমাকে ভিন্ন কারণে বিরক্তকর ভাবে। আমি নাকি হুমায়ূন আহামেদ পড়ে আঁতেলের মত কথা বলি।
সব মানুষের কিছু না কিছু শারিরিক ত্রুটি থাকে আমারও আছে। আমি সামন্য "তোতলা"।
আমার অনেক দোষ আছে তবে আমার দুইটা বিশেষ গুন আছে।
১. আমার রাগ নাই।
২. আমি খুব সহজে অপমান বোধ করি না (তবে কান ধরে দাঁড় করিয়ে রাখলে কিংবা পিছনে লাথি মারলে আলাদা কথা)।
আমার এটাই দুঃখ আবার একটাই সুখ আমার কোন ইয়ে নাই আর কখনও ইয়ে হয় নি।
তবে আমি খুব সুখি, আমি খগড়াছড়ির মত সুন্দর এটা জায়গায় থাকি। আর পড়ি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে। আমার অনেক ভালো ভালো বন্ধু আছে। তারের মধ্যে পাহাড়ি বন্ধুরাও আছে। তাদের আছে আলাদা জাত, আলাদা বৈশিষ্ট, আলাদা অনুষ্ঠান। প্রত্যেক অনুষ্ঠানে আমরা যাই আনন্দ করি।
ফেজ বুক এ আমি:-
পোস্ট লিখেছেন:
শিবলী
লেবেল:
বিবিধ,
সৃজশীল ব্লগ
5 টি মন্তব্য:
হা... হা... হা...
পাগল, পাগল।
সমস্যা নেই, একটু বয়স বাড়লেই হুমায়ুন আহমেদের ভূত নেমে যাবে। তবে যদি আপসে না নামে তাহলে আসলেই বিপদ।
@.রনি... পাগল কন ক্যান? আপনার নামে মানহানির মামলা করমু!
@.asadiqbal... আমার ব্লগে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমি কি খুব ছোট?
তোর সম্পর্কে আরও একটু জানলাম...।।
@নামহীন:
আমি নিজেকে কোন দিন গোপন করি না।
একটি মন্তব্য পোস্ট করুন