শনিবার, ১৭ জুলাই, ২০১০

কম্পিউটার চলন্ত অবস্থায় hard disk partition করার দারুন এক সফটওয়্যার

আমরা যখন নতুন হার্ডডিক্স কিনি তখনই পাটিশন করে ফেলি। কিন্তু মাঝে মাঝে আবার partition করার দরকার হয়। তখন নতুন করে আবার উইন্ডোজ দিতে হয় এটা সময় সাপেক্ষ এবং জটিল। তবে একটা সফটওয়্যার এর মাধ্যমে এই কাজটি আপনি খুব সহজে এবং কম্পিউটার চলন্ত অবস্থায় হার্ডডিক্স পাটিশন করতে পারবেন।

সফটওয়্যারটার নাম EASEUS Partition Master এটা  এখান থেকে  নামিয়ে নিতে পারেন।


আমি ব্যাক্তি গত ভাবে এটা ব্যাবহার করি। কারন এটা ফ্রিওয়্যার।
ডাউনলোড করার জন্য মূলপেজ

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ