অ্যাকশনস প্যালেট:
মেনু থেকে Windows> Actions এ গেলে এই প্যালেট ওপেন হবে। এই প্যালেটে অ্যাকশন বা কমান্ড সিরিজ সংক্রান্ত কাজ করা যায়।অ্যানিমেশন প্যালেট:
Windows> Animation নির্দেশ দিলে এটা আসবে। অ্যানিমেশন তৈরিতে এটা কাজে লাগে।ব্রাশেস প্যালেট:
Windows> Show Brushes এ গেলে এ প্যালেট ওপনে হয়। এর শর্টকার্ট কি হল F5। এই প্যালেট ব্রাশ নির্বচন করার কাজে ব্যাবহার করা হয়।চ্যানেলস প্যালেট:
Windows>Channels গেলে ওপেন হবে। এখানে নির্বাচিত ইমেজের কালার মোড অনুসারে বিভিন্ন রং প্রদর্শিত হয়। চ্যানেলস সম্পর্কিত কাজ এই প্যালেটের সাহায্যে করা হয়।ক্যারেক্টার প্যালেট:
Windows>Character নির্দেশ দিলে এটা ওপেন হয়। লেখা-লেখির কাজের জন্য এই প্যালেট ব্যাবহার করা হয়।ক্লোন সোর্স প্যালেট:
Windows> Clone Source নির্দেশ দিলে এটা ওপেন হয়।হিলিং ব্রাশ টুলের জন্য এটা ব্যাবহার করা হয়।কালার প্যালেট:
সাধারণত এটা ফটোশপে ওপেন করা থাকেই তবে যদি না থাকে তা হলে। Windows> Color কিংবা F6 চাপুন। তা হলে এটা প্রদর্শিত হবে।হিস্টোগ্রাম প্যালেট:
Windows> Histogram এ গেলে এই প্যালেট প্রদর্শণ হবে। ছবিতে হিস্টোগ্রাম বা পিক্সেল বিতরণ করার কাজে এটা ব্যাবহার করা হয়।আজ এখানেই শেষ করালাম। কোন অংশ না বুঝলে আমাকে বলতে পারেণ।




0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন