আমার ব্লগার যারা ব্লগিং করি তাদের শুধা একটাই অসুবিধা হয় সেটা হল, মন্তব্য বক্স। ওয়ার্ডপ্রেস ব্লগারের চেয়ে শুধু এই দিকটাতেই এগিয়ে (এটা শুধু আমার মতামত)। তাই আমি সিন্ধান্ত নিয়েই ফেলাম এর মন্তব্য বক্স এর ডিজাইন বদলে ফেলবো।
এটা বদলে ফেলার জন্য অনেক সাইট আছে। কিন্তু আমার কাছে intensedebate টাকেই ভালো লাগলো। তাই ওটার মন্তব্য বক্স লাগালাম।
যে ভাবে করবেন: নিচে বর্ণনা করে গেলাম
১. প্রথমে এখানে গিয়ে প্রয়োজনিয় তথ্য দিয়ে Sign Up করুন।
২. এবার ওরা আপনাকে একটা Verifying মেইল পাঠাবে। ঐ মেইলে প্রপ্ত লিং এ ক্লিক করুন। এবং Dashboard এ যান। ব্যাস আপনার রেজিট্রষন কর্ম শেষ।
৩. তার পর এই লিং এ যান। নিচের বক্সে আপনার সাইটের ঠিকানা দিন এবং
৪. এবার কিছুক্ষন অপেক্ষা করতে হবে। এই সুজকে নতুন একটা ট্যাব খুলে আপনার ব্লগার ব্লগে Sign in করে ফেলুন। এবং Sign in করার পর Settings>Comments>Comments Default for Posts এ গিয়ে "New posts Have Comments" সিলেক্ট করুন।
৫. কিছুক্ষন পর নিচের মত পেজ ওপেন হবে। এখানে "How would you like to install IntenseDebate?" এ "Widget" এবং "Which blog posts should have IntenseDebate comments enabled?" এ Only on new posts করে দিন (না হলে কিন্তু আপনার আগের পোস্টের মন্তব্য গুলো দেখা যাবে না)
৬. এবার Add widget to my blog এ ক্লিক করুন।
৭. এবার পছন্দ মত আপনার ব্লগ সিলেক্ট করে Add Widget এ ক্লিক করুন।
৮. ব্যাস ব্রদার আপনার কাজ শেষ নতুন একটা পোষ্ট করে পরিক্ষা করুন কাজ হয়েছে কিনা। এর এটার ডেমো দেখতে যান আমার ব্লগের যে কোন সর্বশেষ পোস্টে যান।
আর একটু কথা বলে নিই। এটা কিন্তু আপনার পোস্ট লোডিং টাইম কিছুটা হলেও বাড়াবে। আর এই মন্তব্য বক্স চেঞ্জ করার জন্য disqus.com / js-kit.com সাইট দু'টি সাইট পরিচিত। তবে এখানে আপনি আলাদা সুবিধা হিসেবে অন্য গুলোর তুলোনায় লোডিং টাইম কম লাগে আর ভিউ'টাও অন্য গুলো তুলোনায় অনেক সুন্দর।
আপনাদের যদি কোন সমস্যা হয় তবে আমাকে জনাতে পারেন আমি আমার সাধ্য মত সহায্য করবো।
মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০১০
ব্লগার ব্লগের মন্তব্য বক্সকে ওয়ার্ডপ্রেস এর চেও সুন্দর লুক দিন
পোস্ট লিখেছেন:
শিবলী
লেবেল:
ওয়েব ডেভলপিং,
বিবিধ,
মন্তব্য
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন