আপনারা অনেকে windows xp থেকে windows 7 এ চলে গেছন। আর যারা চায়না সেট ব্যাবহার করে ইন্টারনেট চালান তার সমস্যা হাবার কখা modem driver নিয়ে। আপনাদেরও যদি মডেম ড্রাইভার নিয়ে সমস্যা হয় তবে এই ড্রাইভারটা নামায়ে নিতে পারেন।এটা উইন্ডোজ ৭ এ কাজ করে।
এটা দিয়ে খুব আরামে মডেম সেট আপ করতে পারবেন।
আর যদি করো কোন সমস্যা হয় আমি তো আছিই।
2 টি মন্তব্য:
তোমার বয়স হিসেবে অনেক ভালো লিখেছ। তবে লখা আরও আপডেট করার চেষ্টা করবে। আর বানান এর দিকটা একটু নজর দিবে--> "সেবেন" নয় "সেভেন"।
ভাল থাকবে
@shaheen60
ধন্যবাদ, মঝে মাঝে ঘুরে গেলে খুব খুশি হব। আর বানানে আমার একটু সমস্যা হয় কারণ পোষ্ট প্রকাশের পূর্বে আমি বানান চেক করি না।
আর আবডেট করে দিলাম।
একটি মন্তব্য পোস্ট করুন