মঙ্গলবার, ১৫ জুন, ২০১০
Internet Explorer 9 যদি মাথা খারাপ হয় তবে ডাউনলোড করুন
আমি আগে windows xp তেই ছিলাম। কারণ আমার চায়না সেট দিয়ে ইন্টারনেই চালানোর জন্য যে পিসি সুইট তা windows 7 নে চলতো না। কাল একটা ড্রাইভার পাই। windows 7 নে চায়না সেট মডেম হিসেবে ব্যাবহার করার জন্য। তাই কাল কিনে আনলাম windows 7 এর DVD (৫০ টাকা দিয়ে)। install ও করলাম। আমি আগে Internet Explorer 9 এর কথা শুনেছি তবে ওটা xp তে চলেনা। তাই 7 দেবার পর ওটা দিলাম ... দিয়েই রাগ উঠল এটার চেহেরা দেখে (আপনারও দেখেন উপরে sc. s. দেওয়া আছে)। আমার মনে হয় এটা কোন শস্তা সফটওয়্যার নির্মতা বানিয়েছে।
ডাউনলোড লিং
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন