শুক্রবার, ১১ জুন, ২০১০

একটি মাত্র স্ট্যাটাসে আপলোড করুন ফেসবুক টুইটার সহ আরো বিভিন্ন সাইটের স্ট্যাটাস

Image and video hosting by TinyPic
টুইটারের মাধ্যমে স্ট্যাটাস আপলোড
আমি অবাক হয়ে যেতাম যখন দেখতাম আমার বন্ধুরা ফেসবুকে স্ট্যাটাস আপলোড করছে ইয়াহু বা টুইটারের ইত্যাদির মাধ্যমে।
Image and video hosting by TinyPic
ইয়াহুর মাধ্যমে স্ট্যাটাস আপলোড

আমি ফেসবুক, টুইটার, হাইফাইভ, মাইস্পেস সামাজিক সাইটসহ গুগল বাজ আথবা ইয়াহু ইত্যাদি সাইটগুলোতে সব সময়ই স্ট্যাটাস আপলোড করি । কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে প্রত্যেক সাইট থেকে আমাকে আলাদা আলাদাভাবে স্ট্যাটাস আপলোড করতে হয়।তাই আমি খুজতেছিলাম এমন একটা কিছু যাতে একবার আপলোড করলেই সবগুলোতে আপলোড হয়ে যাবে।অনেক দিন ধরেই জিনিষটা দরকার ছিল আমার।আজ সকালে পেয়ে গেলাম ।
Image and video hosting by TinyPic
ফেসবুক
প্রথমেই আমার দরকার ছিল ফেসবুকের সাথে অন্য সাইটের স্ট্যাটাস আপলোড।তাই আমি ফেসবুকের এপ্লিকেশন ব্যাবহার করি।আপনিও ব্যবহার করতে পারেন।কিন্তু এর সমস্যা হচ্ছে স্ট্যাটাস একটা দিলে দেখা যায় অনেক সময় অনেকগুলো হয়ে গেছে।তাই আমি ভিন্ন কিছুর সন্ধান পাই।


Image and video hosting by TinyPic
এবং আমার কাছে সব চেয়ে ভালো মনে হয়েছে পিং ডট এফএম।সাইটটিতে সাইন আপ করে add করে নিন আপনার প্রয়োজনীয় সোস্যাল নেটওয়ার্কিং সাইটটি ।মাত্র একবার স্ট্যাটাস আপলোড করে ping it বাটন প্রেস করেন।সব সাইটে আপলোড হয়ে যাবে আপনার স্ট্যাটাস এমনকি নিজস্ব ব্লগেও পোস্ট আকারে পাবলিশ হয়ে যাবে।যদি আপনি চান।

বিঃদ্রঃ এর আগে পোস্টটি আমার নিজস্ব ব্লগে প্রকাশিত হয়েছে।

4 টি মন্তব্য:

রনি পারভেজ বলেছেন... [ উত্তর দিন ]

আমি ফেইসবুকের টুইটার এপ্লিকেশান ইউজ করি।

pinix বলেছেন... [ উত্তর দিন ]

মন্তব্য করার জন্য ধন্যবাদ ।
ফেসবুকের এপ্লিকেশনের সমস্যার কথাটা আমি উপরে ঠিক মত বর্ণনা করতে পারি নাই । আপনি যদি ইয়াহু হাইফাইভ মাইস্পেস ইত্যাদি আলাদা করে ফেসবুকের এপ্লিকেশনে ব্যবহার করেন তাহলে দেখবেন কোথাও একটা স্ট্যাটাস করলে অনেকগুলো হয়ে যাবে । আপনি যদি পিং ব্যবহার করেন তাহলে একটি স্ট্যাটাসই যথেষ্ঠ ।

শিবলী বলেছেন... [ উত্তর দিন ]

ভলো তথ্য

Sam বলেছেন... [ উত্তর দিন ]

মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ