সৃজনশীল ব্লগটার কিছু সষ্কার করার ইচ্ছা আমার অনেক দিন থেকেই ছিল। সাইটার লোডিং টাইম বেশী থাকার কারণে। তাই আজ বদলে ফেললাম সৃজনশীল ব্লগ।
প্রথমে বদলেছি টেমপ্লেট। তারপর হেডার ইমেজ তারপর লগো, ফেবিকন সব। এখন মনে হচ্ছে ব্লগের লোডিং একটু কমছে।
আর এবার আমি আপনাদের এটা ওয়েব সাইটের ঠিকানা দেব যেখান থেকে আপনি আপনার সাইটের লোডিং টাইম জানতে পারবেন। এটা খুব কাজের আপনার সাইটের যদি লোডিং টাইম বেশী হব তবে আপনি জানতে পারছেন। তার চেও বড় কথা আপনি সমস্যাটার সমাধান করতে পাছেন
8 টি মন্তব্য:
এইবার ভাল লাগছে ব্লগটা।
-রনি পারভেজ
ভাই লোডিং টাইম কি কমছে?
কি জন্য ভালো লাগছে ডিজাইন না লোডিং টাইম কম লাগছে এ জন্য?
বললে ভালো হয়।
Ami age o bolesilam.
Loading time komar karone shotti e valo lagse.
মানে?
ও এবার বুঝতে পারেছি।
আপনি দেখেন তো আর কি কি গেজেট বাতিল করা যায়।
আপনার ব্লগে আগেও আসতাম তবে লোডিং টাইম এর জন্য অসুবিধা হত।
এখন ঠিক আছে।
এখন তো ঠিক আছে নাকি?
@রডোডেনড্রনফন্ট সাইজ গুলোও ছোট ছিল। এবার মনে হয় লেখা গুলো ভালো দেখাচ্ছে
একটি মন্তব্য পোস্ট করুন