না না! পোষ্ট টাইটেল পড়ে কেউ আবার মনে করবেন না ফারজানা আমার প্রেমিকা। এটা আসলে আমার পোষো কুত্তা (মেয়ে কুকুর)। এই নামের ঘটনা হল আমি যখন ক্লাস এইটে পড়তার তখন ফারজানা নামের একাটা মেয়ে আমার নাম বের করলো তো তো মিয়া (আমার সামান্য তোতলামি আছে) । আমার তোতলামি থাকলেও এ নিয়ে আমাকে কেউ ভ্যাঙ্গাত না। কিন্তু কত বড় এ নিয়ে ভ্যাঙ্গায় এবং আবার নাম ও বের করে তখন আমি রাগ হয়ে একটা কুত্তা নিয়ে আসি এবং কুত্তার নাম দিই "ফারজানা" কুত্তাটা ছিল নেড়ি কুত্তা (আমি ইচ্ছা করেই নেড়ি কত্তা নিয়ে আসি)। এনিয়ে মেয়েটা অনেক প্রথমে অনেক কাঁদা-কাঁটা করত এখন দেখি আর কাঁদা-কাঁটা করে না।
তবে এ শখ আমার বেশী দিন থাকে নি। কিছু দিন পর আমার এক বন্ধুকে দিয়ে আসি (গোপন বার্ত: বন্ধুটার সাথে ফারজানার একটু হয়ে...)। তবে কুত্তাটার নাম আর বদল হয়নি।
আবার সে দিন দেখলাম বিস্কুট খাওয়াচ্ছে।
3 টি মন্তব্য:
khek... খেক...
আপনার হাসি আমার কাছে মোটেও ভালো ঠেকিতেছে না।
কুত্তার বিস্কিট নিয়ে কিছু লিখলে বাধিত থাকিতাম...
একটি মন্তব্য পোস্ট করুন