কিওয়ার্ড হল ব্লগের বিষয় বস্তু। কিওয়ার্ড এর মাধ্যমে সার্চ ইঞ্জিন সহজে আপনার ব্লগ সম্পর্কে বুঝতে। তবে বর্তমানে এটার এত অপব্যাবহার হয় যে Google এর মত সার্চ ইঞ্জিন আর কি ওয়ার্ড এর দিকে নজর দেয় না। তবে Yahoo, Bing এসবে এখনও কিওয়ার্ড এর ওপর ব্যাপক গুরুত্ব দেয়। ব্লগার ব্লগে কিওয়ার্ড লাগানো একদম সোজা। তার জন্য প্রথমে আপনি ব্লগারে লগ ইন করুন।
তারপর Design>Edit HTML এ জান। এবং <head> এর নিচে
<meta content='আপনার কিওয়ার্ড' name='keywords'/>
বসিয়ে দিন।
আর আপনার কিওয়ার্ড আর যায়গায় আপনার বিষয় গুলো বিসিয়ে দিন।
টেমপ্লেট সেব করুণ ব্যাস কাজ শেষ। ওহ্ ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রেও ঐ একই <head> ট্যাগে গিয়ে <head> লেখার নিচে বসিয়ে দিন।
মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০১০
ব্লগে কিওয়ার্ড যুক্ত করুণ (ব্লগার ও ওয়ার্ডপ্রেস)
পোস্ট লিখেছেন:
শিবলী
লেবেল:
ওয়ার্ডপ্রেস,
ওয়েব ডেভলপিং,
ব্লগস্পট,
ব্লগার
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন