মন্তব্য করার সময় HTML কোড ব্যাবহার করলে মন্তব্য দেখতে সুন্দর লাগে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার মত HTML কোড কিছুই বোঝেন না। তাদের ওপর আমি একটু পন্ডতি করবো। কয়েকটা অতি সাধারণ কোড আপনাদের শেখাবো।
লেখা বোল্ড করতে
<b>আপনার লেখা</b> তাহলে রেজাল্ট হবে আপনার লেখা
লেখা আনড্রার লাইন করতে
<u>আপনার লেখা</u> তাহলে রেজাল্ট হবে আপনার লেখা
লেখা ইতালিক করতে
<i>আপনার লেখা</i> তাহলে রেজাল্ট হবে আপনার লেখা
লেখাতে লিং যোগ করতে
<a href="আমার ইংরেজী ব্লগের লিং">আমার ইংরেজী ব্লগ</a> এটার রেজাল্ট হবে আমার ইংরেজী ব্লগ
এবার আমাকে একটু পরামর্শ দেন। আমি ইংরেজীতে একটু কাঁচা। তাই ইংরেজী ব্লগ এত দিন খুলি নি। তিন দিন ধরে একটা ব্লগ বানালাম। এটাতে লেখা লেখি এখনও শুরু করি নি মূলত তৈরি করলাম। আমি ঠিক করেছি ৬ মাস লেখার পর এডসেন্স এর জন্য আবেদন করবো। আমার ব্লগটা দেখে পরামর্শ দেবেন প্লিজ।
2 টি মন্তব্য:
এডসেন্স এখনই যুক্ত করুন।
আর লেখার নিচে ছায়া ফেললেন কিভাবে? জানাবেন
Thanks a lot !
একটি মন্তব্য পোস্ট করুন