বুধবার, ৬ অক্টোবর, ২০১০

যেভাবে ফটোশপে অভ্র দিয়ে বাংলা লেখা যায় (যারা জানেন না তাদের জন্য)

কয়েক দিন ধরে খুব ব্যাস্থ ছিলাম আমার প্রিয় বাংলা ব্লগে সময় দিতেই পারি নাই। তাই ঠিক করলাম একটু লিখি সাথে টিটি তেই লেখা হয়ে যাবে।

কাল ফেজবুকে আমার একটা বন্ধুর সাথে আমার কিছু কথো-কথন হয়। আর ঐ কথো-কথন থেকেএই টিউনের টিউনের আইডিয়া পাই।
::
_শিবলী তুমি ফটোশপে বাংলা লেখ কি ভাবে?
- অভ্র দিয়ে।
_ কিন্তু অভ্র দিয়ে লিখলে তো শুধু বক্স দেখায়।
- আপনি কত ভার্শন ব্যাবহার করেন?
_ ফটোশপ সি এস 3।
- আমিও তো ওটাই ব্যাবহার করি। এবং ঐটা দিয়েই।
_ কি ভাবে?
::

এই বার আমি টিউনে ফিরে আসি। আমরা যখন অভ্র দিয়ে কোথাও টাইপ করি তখন আমাদের ফন্ট বদল করতে হয় না। অটোমেটিক লি ফন্ট বদল হয়ে যায়। কিন্তু ফটোশপে ফন্ট বদল করতে হয়। ফন্ট হিসেবে ইউনিকোড এর যেকোনো ফন্ট ব্যাবহার করতে পারেন। যেমন, Shonar Bangla, SolaimanLipi ইত্যাদি।
আমি নিচে স্কিন সট দিচ্ছি দেখুন।

স্কিন সট এ দেখা যাচ্ছে যে ফটোশপ কিছু বক্স। এর পরের স্কিনসটা দেখুন।





এখানে দেখতে পাবেন কিছু আমার নাম "শিবলী" লেখা।



বিদ্র: আমি এটা CS3 ও CS2 (ভার্সন ১২) এই দুটিতে পরীক্ষা করেছি।

8 টি মন্তব্য:

sam বলেছেন... [ উত্তর দিন ]

জটিল আইডিয়া ।
শিবলী তোমার ইংলিশ ব্লগে সাইটম্যাপ বানালে কিভাবে । হাসান ভাইয়ের পোস্টটা দেখলাম কিন্তু বানাতে পারছি না ।:(

শিবলী বলেছেন... [ উত্তর দিন ]

@sam:
আপনি কোন সাইটে বসাবেন নাম দেন আমি কোড দিতেছি।

নামহীন বলেছেন... [ উত্তর দিন ]

@শিবলীkaj korche na to.

নামহীন বলেছেন... [ উত্তর দিন ]

@নামহীন
adobe image ready দিয়ে দেখেন তো ।

Noor Elahi Shibly বলেছেন... [ উত্তর দিন ]

@নামহীন:
হুম! কেন কাজ করছে না বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে। আপনি এই লিং থেকে ইউনিকোড থেকে বিজয় কনভার্টটা নামিয়ে নিন এবং ইউনিকোড থেকে বিজয় এ কনভার্ট করুন।

নামহীন বলেছেন... [ উত্তর দিন ]

পারি না তো রে...!!!

নামহীন বলেছেন... [ উত্তর দিন ]

buy tramadol 100mg online buy tramadol no prescription overnight - tramadol tooth pain

অভ্র দিয়ে PHOTOSHOP এ বাংলা লেখার পদ্ধতি বলেছেন... [ উত্তর দিন ]

পোষ্টের জন্য ধন্যবাদ। ব্যাপারটা আসলেই তেমন একটা জটিল না। তবে, সবাই জানে না বলেই অভ্র দিয়ে ফটোশপে লিখার নিয়মটা অনেকেই জানে না.....

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ