রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

স্টিকি পোস্ট তৈরী করুন ব্লগস্পটে - How to make a blogspot post remain at the top of the page

স্টিকি পোস্ট কি জিনিস যারা না জানেন , তাদের বলছি - টেকটিউন্সে দেখবেন কিছু কিছু পোস্ট নির্বাচিত হয়ে একদম প্রথম পোস্ট হিসেবে থাকে অনেকদিন। এগুলো হচ্ছে স্টিকি পোস্ট। কিন্তু অন্য পোস্টগুলা ক্রমানুসারে পুরানো পোস্টের দিকে অগ্রসর হতে থাকে।
স্টিকি পোস্ট
আমাদের অনেক দরকারী পোস্ট থাকতে পারে। যা প্রথম পেজের একেবারে শুরুতে থাকা দরকার। কিন্তু ব্লগস্পটে সাধারনভাবে পোস্টিং করে গেলে এটা হবে না।

অনেকদিন আগেই চিন্তা করেছিলাম - "ওয়ার্ডপ্রেস বা জুমলার মত স্টিকি পোস্ট কি ব্লগস্পটে সম্ভব ?" হ্যা, সম্ভব। আসলে সরাসরি কোনো অপশন নাই ব্লগস্পটে, কিন্তু জিনিসটা সম্ভব।

এটা একধরনের ট্রিক্স বলা যায়।মূলত আমাদেরকে খেলা করতে হবে তারিখ নিয়ে। মানে, post option এ ক্লিক করে নিচের ছবির মত scheduled at এ একটু কাবঝাপ করতে হবে।
স্টিকি পোস্ট
প্রথমে, একটা পোস্ট পাবলিশ করতে হবে বর্তমান অথবা আগের কোনো সময় দিয়ে। তারপর এডিট পোস্টে গিয়ে তারিখটাকে ভবিষ্যতের কোনো তারিখ দিয়ে দিতে হবে। এখানে প্রথম ১০ হচ্ছে মাস,২৩ হচ্ছে তারিখ,আর শেষ ১০ হচ্ছে বছর। তাই আমরা শেষের ১০ বদলে দিলেই হবে। এরকম 10/23/11। ফলে ঐ তারিখের আগ পর্যন্ত পোস্টটা একদম প্রথম পেজের প্রথম পোস্টে থাকবে। ট্রাই করে দেখেন !
How to make a post remain at the top of the page

কেমন লাগলো জানাতে ভুলবেন না !

বিঃদ্র পূর্বে প্রকাশিত

আরো কিছু পোস্টঃ

2 টি মন্তব্য:

Hanif @ DBH MUSIC বলেছেন... [ উত্তর দিন ]

apnar label deya thik hoynai. eta blogger er na.
eta wordpress er.

Hanif Hossain

Pritish বলেছেন... [ উত্তর দিন ]

DArun !!!!!!!!!!!!!!

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ