![]() |
স্টিকি পোস্ট |
অনেকদিন আগেই চিন্তা করেছিলাম - "ওয়ার্ডপ্রেস বা জুমলার মত স্টিকি পোস্ট কি ব্লগস্পটে সম্ভব ?" হ্যা, সম্ভব। আসলে সরাসরি কোনো অপশন নাই ব্লগস্পটে, কিন্তু জিনিসটা সম্ভব।
এটা একধরনের ট্রিক্স বলা যায়।মূলত আমাদেরকে খেলা করতে হবে তারিখ নিয়ে। মানে, post option এ ক্লিক করে নিচের ছবির মত scheduled at এ একটু কাবঝাপ করতে হবে।
![]() |
স্টিকি পোস্ট |
প্রথমে, একটা পোস্ট পাবলিশ করতে হবে বর্তমান অথবা আগের কোনো সময় দিয়ে। তারপর এডিট পোস্টে গিয়ে তারিখটাকে ভবিষ্যতের কোনো তারিখ দিয়ে দিতে হবে। এখানে প্রথম ১০ হচ্ছে মাস,২৩ হচ্ছে তারিখ,আর শেষ ১০ হচ্ছে বছর। তাই আমরা শেষের ১০ বদলে দিলেই হবে। এরকম 10/23/11। ফলে ঐ তারিখের আগ পর্যন্ত পোস্টটা একদম প্রথম পেজের প্রথম পোস্টে থাকবে। ট্রাই করে দেখেন !
How to make a post remain at the top of the page
কেমন লাগলো জানাতে ভুলবেন না !
কেমন লাগলো জানাতে ভুলবেন না !
2 টি মন্তব্য:
apnar label deya thik hoynai. eta blogger er na.
eta wordpress er.
Hanif Hossain
DArun !!!!!!!!!!!!!!
একটি মন্তব্য পোস্ট করুন