আজ পদার্থ পরিক্ষা দিয়ে এলাম। রাসায়ন,জীব আর উচ্চতর গণিত পরিক্ষা বাকী আছে। তাই আপনাদের একটা টিপস দিয়ে পড়তে যাই।আমরা বাংলায় অনেকে ব্লগিং করি কিন্তু আমাদের ব্লগে ঝকঝকে বাংলা ফন্ট দেখায় না। কিন্তু ইংরেজী ফন্ট ঠিকই দেখায়। বাংলা ফন্ট ঝকঝকে দেখার জন্য Design>Edit HTML এ যান। তার পর Expand Widget Templates একটা লেখা আছে এখানে টিক চিহ্ন দিয়ে দিন।
তারপর দেখুন যেখানে font-family:Georgia,"Times New Roman",Times,serif; লেখা আছে সেখানে font-family:‘SolaimanLipi’, Verdana, Arial, Helvetica, sans-serif; লিখে দিন।।
আর দরকার হলে ফন্ট গুলো আর একটু বড় করে দিন।
বিদ্র: font-family: Georgia,"Times New Roman",Times,serif; লাল রং কার অংশে অন্য কোন ইংরেজী ফন্ট এর নাম লেখা থাকতে পারে। সেটা বদলিয়ে font-family:‘SolaimanLipi’, Verdana, Arial, Helvetica, sans-serif; দিন। দেখুন চকচকে বাংলা লেখা দেখা যাবে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন