এডোবি ফটোশপ চেনে না, এমন কম্পিউটার ব্যাবহারকারী মনে হয় কম আছে (আমার মনে হয় নাই)। আমি ফটোশপ টিউটোরিয়ালের ওপর একটা একটা সিরিয়াল (নাটকের সিরিয়াল নয়, টিউটোরিয়ালের সিরিয়াল) তৈরি করতে যাচ্ছি। তাই একটু বকর-বকর করছি। আর একটা কথা আগেই বলে রাখি ফটোশপ চর্চার বিষয়। আপনি যত চর্চা করবেন তত ভালো কাজ করতে পারবেন। তার সাথে আরও যোগ করি আমি ফটোশপের এমন কিছু ওস্তাত নই। ইন্টারনেটে ঘুরে ঘুরে যা শিখেছি আর কি। তবে আমি বিশ্বাস করি, আমি আপনাদের অনত্ত শেখার রাস্তাটা পযন্ত নিয়ে যেতে পারবো। করণ ফটোশপ সম্পর্কে যে সব লেখা হয়। সব গুলই মূলত একটা প্রজেক্ট নিয়ে।
আর আমি চেষ্টা করবো আপনাদের ফটোশপকে চেনাতে। তাই শখ করে যখন লিখতে বসেছি।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন