শনিবার, ৭ আগস্ট, ২০১০
ফটোশপের টুলবক্স পরিচিতি-১
ফটোশপ ওপেন করলে বাম পাশে একটা টুল বক্স ওপেন হয়। এখান টুল নির্বাচন করে আপনি বিভিন্ন ধরণের কাজ করতে পারবেন। টুল আপনি দুই ভাবে নির্বাচন করতে পারবেন। মাউস দিয়ে ক্লিক করে কিংবা কিবোর্ড কমান্ড দিয়ে। আর গ্রুপ টুলের ওপর ডান বাটনে ক্লিক করলে ঐ গ্রুপের অন্যান্য টুল প্রদর্শন হয়।
আর কিবোর্ডের Tab বাটন চাপলে টুলক্স অদৃশ্য হয়ে যায় আবার Tab বাটন চাপলে টুল বক্স ফিরে আসে।
মুভ টুল: মুভ টুল ব্যাবহার করে লেয়ার অবজেক্ট কিংবা কোন ইমেজ বা ইমেজের অংশ বিশেষ নির্বাচিত করে নিজের ইচ্ছা মত সরানো-নড়ানো করা যায়।
ল্যাসো গ্রুপ: Lasso Tool এর সাহায্যে যে কোন ইমেজ মুক্ত ভাবে সিলেক্ট করা যায়। Polygonal Lasso Tool এর সাহায্যে ইমেজ সোজা ও ভেঙ্গে ভেঙ্গে সিলেক্ট করা যায়।
Magnetic Lasso Tool দিয়ে একই পিক্সেল সহজে সিলেক্ট করা যায়।
কুইক সিলেকশন টুল: Quick Selection Tool মাধ্যমে অ্যাডেজাস্টেবল রাউন্ড ব্রাশ টিপ ব্যাবহার করে দ্রুত একটা সিলেকশনকে পেইন্ট করতে পারে। Magic Wand Tool এর সাহায্যে একই ধরনের পৃথক পৃথক অংশকে সহজে নির্বাচন করা যায়।
টুল পরিচিতি আজ এখানেই শেষ। এর পরের পর্বে দেখি টুল শেষ করে দিব।
লেখটা পড়ার জন্য ধন্যবাদ।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন