মঙ্গলবার, ১০ আগস্ট, ২০১০

মেনু পরিচিতি ১ (File Menu) : এডোবি ফটোশপ ৫

উইন্ডোজ ভিত্তিক অন্যান্য প্রোগ্রামের মতোই পর্দার উপরের দিকে মেনু অবস্থান করে। মেনুর নামের উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে মেনু ওপেন করতে হয়।

নিচে দুইটি মেনুর পরিচিতি ও সংক্ষিপ্ত আকারে কাজ গুলো তুলে ধরলাম।


ফাইল (File) মেনু: New- মেনু নতুন ফাইল তৈরির জন্য ব্যাবহার করা হয়।
Open- সংরক্ষিত ফাইল ওপেন করার জন্য ব্যাবহার করা হয়।
Browse- ফটোশপের ব্রাউজারটি ওপেন করা হয়।
Open As- সংরক্ষিত কোনো ফরমেটের ফাইলে ভিন্ন কোনো ফরমেট হিসেবে ওপেন করার জন্য।
Open As Smart Object- ফাইলকে স্মার্ট অবজেক্ট হিসেবে ফটোশপে ওপেন করার জন্য।
Open Recent-সাম্প্রতি ওপেন কৃত ফাইল ওপন করার জন্য।
Device Central- এডোবি ডিভাইস সেন্ট্রাল প্রোগামটি চালু করার জন্য।
Close- ওপেন কৃত ভাইল বন্ধ করার জন্য। close All- ওপেন কৃত সবগুলো ফাইল বন্ধ করার জন্য। Close and Go To Bridge- ওপেন কৃত ফাইলকে বন্ধ করে দিয়ে সরাসরি এডোবি ব্রিজ প্রোগ্রামটি চালু করার জন্য।
Save- ইমেজ সংরক্ষণের জন্য।
Save As- সংরক্ষিত কোনো ফাইল পনরায় অন্য নামে সংরক্ষণের জন্য।
Save For web And device- ইমেজকে ওয়েব বিভিন্ন ধরনের ডিভাইসের উপযোগি করে সংরক্ষন করার জন্য।
Revetr- পরিবর্তিত কোনো ফাইলকে সম্পাদনা অগ্রাহ্য করে সর্বশেষ সংরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনার জন্য।
Import- বিভিন্ন রিসোর্স এবং গ্রাফিক্স এমপোর্ট করার জন্য।
Export- ভেক্টরভিত্তিক প্রোগ্রামে ফাইল ব্যাবহার করার জন্য।
Scripts- বিভিন্ন ধরণের স্ক্রিপ নিয়ে কাজ করার জন্য।
File Info- ফাইল বা ইমেজের তথ্য দেখার জন্য।
Page Setup- পেজ সেটআপ কারার জন্য।
Print- ফাইল প্রিন্ট করার জন্য।
Print One Copy- কোনো রকম ডায়ালগ বক্স প্রদর্শন না করিয়ে সরাসরি ফাইল প্রিন্ট করার জন্য।
Exit- ফটোশপ থেকে বের হয়ে যবার জন্য।

আমার মনে হয় ফাইল মেনু সম্পর্কে আর বেশী জানতে হবে না। এর পরে থকেছে Edit Menu এর পরিচয়। তবে Edit Menu ব্যাবহার অনেক তাই পরিচয় এর পরে আবার এর ব্যাবহার জনতে হবে। আজ বিদ্যুৎ ছিল না তাই একটা মেনু সম্পর্কে লিখলাম।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ