আগের পর্বে কিছু প্যালেট এর পরিচিতি দিয়ে ছিলাম। এবার মোটা-মুটি সবগুলো প্যালেট পরিচিতি দিলাম। দুই-একটা বাদ যেতে পারে।
হিস্টোরি প্যালেট: Winwos> history নির্দেশ দিলে এ প্যালেট প্রদর্শন করে। ছবিতে যত গুলো কাজ করা হয় এখানে তার তালিখা থাকে। প্রয়োজনের সময় Redo এবং Undo করা যায়।
ইনফো প্যালেট: মেনু থেকে Winwos> Info তে গেলে এটা প্রদর্শিত হয়। ছবিতে যে কোন স্থানে মাউস পয়েন্টার রাখলে রংঙ্গের মান প্রকাশ করে।
লেয়ার কম্পস প্যালেট: Winwos> Layer Comps এ গেলে এটা প্রদর্শন হয়। লেয়ার কম্পস ব্যাবহার করে একক কোনো ফটোশপ ফাইলের মধ্যেই কোনো লেআউটের অনেক গুলো সংস্কার তৈরি, ব্যাবস্থাপনা প্রদর্শন করতে পারবেন।
লেয়ারস প্যালেট: Winwos>Layers এ গেলে বা F7 চাপলে এই প্যালেট ণপ্রদর্শন হয়। নতুন লেয়ার তৈরি, লেয়ার মুছা, লেয়ার মুভ করা, কপি করা ইত্যাদি লেয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলো লেয়ারস প্যালেটের মাধ্যমে সহজে করা যায়।
নেভিগেটর প্যালেট: Winwos> Navigator নির্দেশ দিলে এই প্যালেট ওপেন হয়। এটা ব্যাবহার করে ইমেজকে বিভিন্ন ভাবে প্রদর্শন করা যায়। এই প্যালেটের নিচে স্লাইডারটি সামনে পিছনে টেনে এনে ইমেজকে ছোটো বড় করা যায়।
প্যারাগ্রাফ প্যালেট: Winwos> Paragraph নির্দেশ দিলে পর্দায় প্যারাগ্রাফ প্যালেট প্রদর্শিত হয়। সাধারণত টেক্সটকে বিভিন্ন ভাবে সাজাতে প্যারাগ্রাফ প্যালেট ব্যাবহার করা হয়।
পাথস প্যালেট: Winwos>Paths দিলে এই প্যালেট প্রদর্শন হয়। পাথস প্যালেটে বিভিন্ন কমান্ড বাটন এবং মেনু ব্যাবহার করে পাথ সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়।
স্টাইলস প্যালেট: Windows>Styles নির্দেশ দিলে পর্দায় স্টাইলস প্যালেট প্রদর্শিত হবে। এই প্যালেটি ব্যাবহার করে ইমেজের লেয়ারের পূর্বনির্ধারিত কিছু স্টাইল প্রয়োগ করা যায়।
সোয়াচেস প্যালেট: Windows> Swatches নিদেশ দিলে এটি ওপেন হয়। এখানে বিভিন্ন রং আয়তোকার টুকরো অবস্থায় সাজানো থাকে। এখান থেকে সহজে দরকারি রং পছন্দ করা যায়।
ফটোশপ টুলবক্স পিরিচিতি লেখার সময় আমি একটা মন্তব্য পাই আউয়াল ভাই এর কাছ থেকে। তিনি বলেন,
"টুল এর কাজগুলি স্কিনশর্ট সহকারে দেওয়া যায় । তাহলে সবার খুবেই উপকার হবে। কোন টুলের কি কাজ, এই ভাবে বলিয়ে বলে গেলে কোনই কাজে আসবেনা।
যদি শিখানোর ইচ্ছা থাকে তাহলে,স্কিনশর্ট দিবেন।"
এই কথাটা আমার খুব মনে ধরে কারণ আমি শুধু এর কাজ গুলো সম্পর্কে বলছি এর ব্যাবহার সম্পর্কে বলছিনা। তাই ওনাকে কথা দিয়েছিলাম। যে প্যালেট পরিচিতি শেষে আমি আমি টুল বক্স এর ব্যাবহার সম্পর্কে লিখবো কিন্তু ফটোশপের মূল জিনিস গুলোর আগে পরিচয় পাওয়া দরকার। আামার মতে ফটোশপে মূল জিনিস গুলো হল টুল, প্যালেট আর মেনু এর মধ্যে আমাদের মূলত টুল আর মেনুর ব্যাবহার জানতে হয়। তাই আমি সিন্ধান্ত নিয়েছি মেনু পরিচিতির পর টুলবক্স এর ব্যাবহার সম্পর্কে লিখবো এবং তারপর মেনুর Option গুলোর ব্যাবহার। তা হলে মনে হয় ধারাবাহিকতা ঠিক থাকবে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন