
ইমেজ মেনু:

Mode- ইমেজের মুড নির্ধারণ কারর জন্য।
Adjustments- ইমেজকে বিভন্নভাবে অ্যাডজাস্ট কারার জন্য।
Duplicate-ফটোশপে ওপেনকৃত ফাইল ডুপ্লিকেট কারর জন্য।
Apply Image- একটি ইমেজের উপর আপর এই ইমেজ সমন্বিত করার জন্য।
Image Size- ইমেজের আকার এবং রেজুলেশন নির্ধারণের জন্য।
Canvas Size-ক্যানবাস ঘুরানোর জন্য।
Rotale Canvas-ট্রান্সপারেন্ট পিক্সেল এবং কালার পিক্সেলের উপর ভিত্তি করে ইমেজ ক্রোপ করার জন্য।
crop- ইমেজের বিভিন্ন অংশ কাটার জন্য।
Trim- পিক্সেলের উপর ভিত্তি করে ইমেজ ক্রোপ করার জন্য।
Variables- ভেরিয়েবল নিধারণের জন্য।
Apply Data Set- বেস ইমেজে ডেটা সেটের কনটেন্ট প্রয়োগ করার জন্য।
ইমেজ মেনুর ব্যাবহার খুব সহজ। তাই আমার মনে হয় এটা নিযে পরে আর আলোচনার দরকার নাই। তবে কারও কারও সমন্য সমস্যা থাকতে পারে। যদি থাকে তা হলে, বিভন্ন প্রজেক্ট নিয়ে কাজ করার সময় তা ক্লিয়ার হয়ে যাবে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন