বুধবার, ১১ আগস্ট, ২০১০

মেনু পরিচিতি ( Image Menu ) ৩ : এডোবি ফটোশপ ৭

ইমেজ মেনুর কাজ খুব একটা বেশী নয়। ইমেজের বিভিন্ন কাজ করার জন্য এটা ব্যাবহার কার হয়। এর অপশন গুলোর কাজ নিচে সংক্ষেপে লিখলাম।

ইমেজ মেনু: নিচে এর ব্যবাহার সংক্ষিপ্ত বর্ণনা করলাম।

Mode- ইমেজের মুড নির্ধারণ কারর জন্য।
Adjustments- ইমেজকে বিভন্নভাবে অ্যাডজাস্ট কারার জন্য।
Duplicate-ফটোশপে ওপেনকৃত ফাইল ডুপ্লিকেট কারর জন্য।
Apply Image- একটি ইমেজের উপর আপর এই ইমেজ সমন্বিত করার জন্য।
Image Size- ইমেজের আকার এবং রেজুলেশন নির্ধারণের জন্য।
Canvas Size-ক্যানবাস ঘুরানোর জন্য।
Rotale Canvas-ট্রান্সপারেন্ট পিক্সেল এবং কালার পিক্সেলের উপর ভিত্তি করে ইমেজ ক্রোপ করার জন্য।
crop- ইমেজের বিভিন্ন অংশ কাটার জন্য।
Trim- পিক্সেলের উপর ভিত্তি করে ইমেজ ক্রোপ করার জন্য।
Variables- ভেরিয়েবল নিধারণের জন্য।
Apply Data Set- বেস ইমেজে ডেটা সেটের কনটেন্ট প্রয়োগ করার জন্য।

ইমেজ মেনুর ব্যাবহার খুব সহজ। তাই আমার মনে হয় এটা নিযে পরে আর আলোচনার দরকার নাই। তবে কারও কারও সমন্য সমস্যা থাকতে পারে। যদি থাকে তা হলে, বিভন্ন প্রজেক্ট নিয়ে কাজ করার সময় তা ক্লিয়ার হয়ে যাবে।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ