আজকের বিষয় হল লেয়ার মেনু। লেয়ার মেনুর ব্যাবহার অনেক ব্যাপক। তাই এটার ব্যাবহার নিয়ে পরে আলোচনা করতে হবে। আজ শুধু এর পরিচিতি গুলো বলি।
লেয়ার মেনু:

New- নতুন লেয়ার তৈরি করার জন্য।
Duplicate Layer-লেয়ার ডুপ্লিকেট করার জন্য।
Delete- লেয়ার মুছে ফেলার জন্য।
Layer Properties-লেয়ারের প্রোপার্টিজ নির্ধারণের জন্য।
Layer Style- লেয়ারের স্টাইল নির্ধারণের জন্য।
Smart Fillter- স্মার্ট অবজেক্টে কোনো ফিল্টার প্রয়োগের জন্য।
New Fill Layer- একটি নতুন ফিল লেয়ার তৈরির জন্য।
New Adjustment Layer- একটি নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরির জন্য।
Type- টাইপ লেয়ারের বিভিন্ন অপশন নির্ধারণ এবং কনভার্ট করার জন্য।
Rasterize- টাইপ লেয়ারের রাস্টারাইজ করার জন্য।
New Layer Based Slice- নতুন লেয়ার ভিত্তিক স্লাইস তৈরির জন্য।
Add Layer Mask- লেয়ার মাস্ক সংযোজনের জন্য।
Enable Layer Mask- লেয়ার মাস্ক এনাবল করার জন্য।
Add Vector Mask- ভেক্টর মাস্ক যোগ করার জন্য।
Enable Vector Mask- ভেক্টর মাস্ক এনাবল করার জন্য।
Create Clipping Mask- লেয়ারের ক্লিপং মাস্ক তৈরির জন্য।
Release Clipping Mask- লেয়ারকে ক্লিপিং মাস্ক অবস্থা থেকে মুক্ত করার জন্য।
Arrange- লেয়ার অ্যারেঞ্জমেন্টর জন্য।
Lock All Layes In group- সেটের সকল লেয়ার লক করার জন্য।
Merge Down- নিচের লেয়ারের সাথে সিলেক্টকৃত লেয়ার মার্জ করার জন্য।
Flatten Image- সমস্ত লেয়ার ক মার্জ করে একটা লেয়ারে আনার জন্য।
Group with Previous-সিলেক্টকৃত লেয়ারকে পূর্ববর্তী লেয়ারের সাথে গ্রুপ করার জন্য।
Group Layers- লেয়ারসমূহ করার জন্য।
Ungroup-Group with Previous কমান্ডের মাধ্যমে গ্রুপ করা লেয়ারকে আনগ্রুপ করার জন্য।
Ungroup Layers - গ্রুফকৃত লেয়ার সমূহ আন গ্রুপ করার জন্য।
Hide Layers- লেয়ার সমূহ লুকনোর জন্য।
Link Layers-লেয়ার সমূহ লিং করার জন্য।
Select Linked Layers- লিংকৃত লেয়ার গুলো সিলেক্ট করার জন্য।
Matting- অপ্রত্যাশিত ইমেজ পিক্সেল এডিড করার জন্য।
আমার খুব বানান ভুল যায়। যদি কোন বানান ভুল পান তবে আমাকে অবশ্যই বলবেন। টিউনটা পড়লে ধন্যবাদ না পড়লেও ধন্যবাদ।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন