শনিবার, ১৪ আগস্ট, ২০১০

মেনু পরিচিতি ( Layer Menu ) ৪ : এডোবি ফটোশপ ৮

আমি কদিন ব্যাস্ত ছিলাম। কারণ স্কুল খোলা ছিল। আজ থেকে আবার বন্ধ। তাই আবার আমার ফালতু টিউন নিয়ে হাজির হয়েছি।
আজকের বিষয় হল লেয়ার মেনু। লেয়ার মেনুর ব্যাবহার অনেক ব্যাপক। তাই এটার ব্যাবহার নিয়ে পরে আলোচনা করতে হবে। আজ শুধু এর পরিচিতি গুলো বলি।


লেয়ার মেনু: নিচে লেয়ার মেনুর সংক্ষিপ্ত বর্ণনা করলাম।

New- নতুন লেয়ার তৈরি করার জন্য।
Duplicate Layer-লেয়ার ডুপ্লিকেট করার জন্য।
Delete- লেয়ার মুছে ফেলার জন্য।
Layer Properties-লেয়ারের প্রোপার্টিজ নির্ধারণের জন্য।
Layer Style- লেয়ারের স্টাইল নির্ধারণের জন্য।
Smart Fillter- স্মার্ট অবজেক্টে কোনো ফিল্টার প্রয়োগের জন্য।
New Fill Layer- একটি নতুন ফিল লেয়ার তৈরির জন্য।
New Adjustment Layer- একটি নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরির জন্য।
Type- টাইপ লেয়ারের বিভিন্ন অপশন নির্ধারণ এবং কনভার্ট করার জন্য।
Rasterize- টাইপ লেয়ারের রাস্টারাইজ করার জন্য।
New Layer Based Slice- নতুন লেয়ার ভিত্তিক স্লাইস তৈরির জন্য।
Add Layer Mask- লেয়ার মাস্ক সংযোজনের জন্য।
Enable Layer Mask- লেয়ার মাস্ক এনাবল করার জন্য।
Add Vector Mask- ভেক্টর মাস্ক যোগ করার জন্য।
Enable Vector Mask- ভেক্টর মাস্ক এনাবল করার জন্য।
Create Clipping Mask- লেয়ারের ক্লিপং মাস্ক তৈরির জন্য।
Release Clipping Mask- লেয়ারকে ক্লিপিং মাস্ক অবস্থা থেকে মুক্ত করার জন্য।
Arrange- লেয়ার অ্যারেঞ্জমেন্টর জন্য।
Lock All Layes In group- সেটের সকল লেয়ার লক করার জন্য।
Merge Down- নিচের লেয়ারের সাথে সিলেক্টকৃত লেয়ার মার্জ করার জন্য।
Flatten Image- সমস্ত লেয়ার ক মার্জ করে একটা লেয়ারে আনার জন্য।
Group with Previous-সিলেক্টকৃত লেয়ারকে পূর্ববর্তী লেয়ারের সাথে গ্রুপ করার জন্য।
Group Layers- লেয়ারসমূহ করার জন্য।
Ungroup-Group with Previous কমান্ডের মাধ্যমে গ্রুপ করা লেয়ারকে আনগ্রুপ করার জন্য।
Ungroup Layers - গ্রুফকৃত লেয়ার সমূহ আন গ্রুপ করার জন্য।
Hide Layers- লেয়ার সমূহ লুকনোর জন্য।
Link Layers-লেয়ার সমূহ লিং করার জন্য।
Select Linked Layers- লিংকৃত লেয়ার গুলো সিলেক্ট করার জন্য।
Matting- অপ্রত্যাশিত ইমেজ পিক্সেল এডিড করার জন্য।

আমার খুব বানান ভুল যায়। যদি কোন বানান ভুল পান তবে আমাকে অবশ্যই বলবেন। টিউনটা পড়লে ধন্যবাদ না পড়লেও ধন্যবাদ।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ