নিচের লেখা গুলো পরিক্ষার পর লিখে ছিলাম। আজ পোষ্ট করে দিলাম।
"উহ্! টানা পোনেরো দিন পরিক্ষা দিলাম। ভালো ছাত্রদের কাছে এটা কোন ব্যাপার নয় স্কুল বাদে যে যে আট ঘন্টা পড়ে তা বেড়ে দশ ঘন্টা হবে আরকি! এ আর কি ব্যাপার!
আবার আঁতেল ছাত্রদের জন্যও এটা কোন ব্যাপার নয়। পরিক্ষা যদি খারাপ হয়। তাহলে তাদের নিম্ন লিখিত অবস্থার মুখোমুখি হতে হবে।
: কিরে পরিক্ষা খারাপ হল কেন? এত দিন কি করেছিস?
: আমার তো ৯০% কমন পড়েছিল। তবে আমি লিখিনি।
: কেন?
: আমি যদি কমন গুলোই লিখি, তবে পরিক্ষা হল কিভাবে? তাই যে গুলো কমন পড়ে নি সেগুলোর উত্তর দিয়েছি।
কিন্তু আমাদের কি হবে যারা ১০ ঘন্টা পড়তে পারি না। আবার আনকমন গুলোও লিখতে পরি না। কারণ দিনে দু”ঘন্টা পড়েছি। তাই আমাদের কাছে পরিক্ষার সমীকরণটা হল
পরিক্ষার আগের রাত+পড়া = দুই মাস+ পড়া
তাই এই পোনেরো দিন গেল আমার কাছে। আড়াই বছর এর মত।"
4 টি মন্তব্য:
হা... হা... হা...
এই বয়সে একটু বেশী পড়া উচিত। অন্তত আমি আঁতেল ছিলাম তোমার বয়সে :D
@রনি পারভেজ
কি করিব ভাই নিজের ওপর যে নিয়ন্ত্রন নাই।
বেশী পড়া উচিৎ মনে, আঁতেল+১০ ঘন্টা।
হায় হায়।
আমি তো লেখা পড়া শুরুই করছি টেস্টের আগে ।
@dj
ভাই আমি তো অত ভলো ছাত্র নই। পড়া কিছুই মনে থাকে না। বিশেষ করে রসায়ন।
একটি মন্তব্য পোস্ট করুন