শুক্রবার, ২০ আগস্ট, ২০১০

হাজারও হলেও আমি হুজুর স্যারের ছাত্র!

রমজান-ঈদ সবার জন্য আনন্দের। আমাদের মত কিশোরদের জন্য একটু বেশী আনন্দের। আমদের হুজুর স্যারের জন্য আরও বেশী আনন্দের। ওনি খুব একটা ইন্টারেস্টিং ক্যারেকটর। ওনি ছাত্র-ছাত্রীদের চেহেরা দেখে রোজা ঠিক করে দেন। এর বেশী যদি কেউ রাখে তবে তিন দিন পড়া না পারলে তার মাইর মাপ। মজার ব্যাপার হল আমরা নবম শ্রেণীর ছাত্ররা ধর্মে ক্লাশে সবচেয়ে বেশী মাইর খাই। এত মাইর খাওয়ার করণ আমাদের হুজুর স্যার তিনি শুধু যে আমাদের ধর্ম বই পড়ান তানা কুরআন মাজিদ পর্যন্ত পড়ান। সত্যি কথা বলতে কি আমার আগ্রহ নাই। আমার বাবা এবং আমার চৌদ্দ গোষ্ঠ চেষ্টা করে পারে নি। সকালে যেটা পড়ি বিকালে সেটা মনে থাকে না। এখানে আমার কি দোষ!

নাহ্! হুজুর স্যারের ছেড়ে দেখি আমি আমার কথা লিখছি। হুজুর স্যারের কথায় আসা যাক। উনি যে শুধু আইন (মানে চেহেরা দেখে রোজা ঠিক করা আরকি) করে খান্ত রয়েছেন তা কিন্তু নয়। ওনি এটা বাস্তবায়নের জন্য সার্বক্ষন পরিশ্রম করে যাচ্ছেন। তার সহযোগিতায় আছে আমাদের অবিভাবকগন।
আর এই সহযোগিতা কি ভাবে করে জানেনে?(!!) ইফতার ও রাতে খাবারের দাওয়াত দিয়ে (সেহেরির দেওয়াত কম পান) ।

এই রমজানে প্রতি বছরের মত এ বছরও আমার ভাগে সবগুলো রোজা পড়েছে (ভাগ্য ভালো আমি রোজা চোর নই)। তাতে কোন সমস্যা নাই সমস্যা হল অন্য জায়গায় রোজা থাকলে নামাজও পড়তে হয়। আপনারা যে যাই বলেন নামাজ পড়তে আমার ভালো লাগে না কিন্তু কিছুই করার নাই। রসায়ন যেমন পড়তে হবে ঠিক তেমনি নামাজও পড়তে হবে, হাজারও হলেও আমি হুজুর স্যারের ছাত্র!

5 টি মন্তব্য:

রনি পারভেজ বলেছেন... [ উত্তর দিন ]

ঠিকই তো আছে।
হি... হি...
তা তুমি সবগুলো রোজা করতো ভাইয়া?
আমি কিন্তু সবগুলো করার চেষ্টা করি। :D

শিবলী বলেছেন... [ উত্তর দিন ]

@রনি পারভেজ
জি ব্রাদার। ক্লাস ফাইভ থেকে আমাকে সবগুলো রোজা রাখতে হয়।
আপনার কি মেসে রোজা থাকতে অসুবিধা হয়।

রনি পারভেজ বলেছেন... [ উত্তর দিন ]

আমি তো মেসে থাকিনা ভাইয়া। হলে থাকি।
আর আইইউটি ক্যাফেটেরিয়ার খাবার দাবার মাশাল্লাহ।
তাই কোনরকম অসুবিধাই হয়না। দারুন খাবার দেয় এখানে।

শিবলী বলেছেন... [ উত্তর দিন ]

@রনি পারভেজ
তা হলে কি সকালে উঠতে পারেণ না?

রনি বলেছেন... [ উত্তর দিন ]

পারি তো। :D
রুমমেটরা উঠিয়ে দেয়। :D :D

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ