বুধবার, ২৫ আগস্ট, ২০১০

মন্তব্য ঘরে নিজের ছবি দেখবেন ও দেখাবেন যে ভাবে

আমি কদিন আগে আমার ব্লগে intensedebate মন্তব্য বক্স লাগাই। এটার ব্যাবহার ওয়ার্ডপ্রেস এর মত। মানে ইমেল দিয়ে মন্তব্য করতে হয়।
আপনারা নিচের ছবিটি লক্ষ্য করলে দেখতে পাবেন যে। এখানে আমার মন্তব্যে ছবি দেখাচ্ছে কিন্তু Carzon এর মন্তব্যে কোন ছবি দেখাচ্ছে না। এটা আমি করেছি Gravatar সাহায্যে। Gravatar এ রেজিট্রেশন করলে আপনি আপনার ইমেল ঠিকানা দিয়ে যেখানে মন্তব্য করবেন সে খানেই আপনার অবতার দেখাবে।

এর রেজিট্রেশন প্রক্রিয়া নিচে বর্ণনা করলাম।

১. প্রথমে এখানে যান। এবার নিচের মত বক্স আসবে ঐ খানে আপনার ইমেল আইডি দিন এবং Signup বোতাম চাপুণ।



২. নিচের মত উইন্ডো ওপেন হবে।



৩.  এবার আপনার ইমেল চেক করুন দেখবে সেখানে একটা কনফার্মেশননো ইমেল পাঠা হয়েছে। ঐ খানে দুটি লিং দেয়া আছে আপনি ওপরের লিং এ ক্লিক করুন।



৪. এবার নিচের মত পেজ ওপেন হবে। ওখানে প্রয়োজনিয় ফর্মপূরণ করে Signup বোতামে ক্লিক করুন। এর একটা কথা আপনি যে User name'টি ব্যবহার করেছেন তা অন্যকেও ব্যবহার করে থাকতে পারে User name'টি দেয়ার পর Check এ ক্লিক করে নিশ্চিত হয়ে নিন। যে ওটা আগে কেই ব্যাবহার করে নি।



৫. এবার এই লিং এ যেয়ে আপনার কম্পিউটার থেকে একটা ছবি যোগ করুন।



৬. তার পর নিচের মত পেজ ওপেন হবে। এবার আপনার ছবিকে প্রয়োজন মত কেটে আপনার উপযোগি করে নিন।



৭. এবার নিচের মত পেজ ওপেন হবে এবং আপনার ছবি G তে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার যেখানে আপনার ইমেল দিয়ে মন্তব্য করবেন সেখানে আপনার ছবি দেখাবে।



আর কদিন পরে এই ছবি কিভাবে বদল করতে হয় তা বলবো। আর যদি কোন সমস্য হয় তবে আমাকে জানাতে পারেণ।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক মন্তব্য

লেবেল

অভ্র অ্যাকর্ডিয়ন ইন্টারনেট ইফেক্ট ইবুক উইন্ডোজ উইন্ডোজ সেবেন উল্টাপাল্টা ওয়ার্ডপ্রেস ওয়ালপেপার ওয়েব ডেভলপিং ওয়েব রিলিভ কম্পিউটার কিবোর্ড কুত্তা গল্প গান গুগল সাইটস গেজেট গেমস গ্রফিক্স টিপস টিপস এন্ড ট্রিক্স টুইটার টেমপ্লেট ডট টিকে ডাইরি ডাউনলোড ড্রাফ ব্লগার তথ্য থিম দৃঃখ দৈনিক পত্রিকা পরামর্শ প্রজেক্ট প্রশ্ন ফটো ব্লগ ফটোশপ ফন্ট ফায়ার ফক্স ফেবিকন ফেভিকন ফেসবুক ফোটোশপ ফ্রিওয়্যার বিজয় বিবিধ ব্রাউজার ব্লগস্পট ব্লগার ব্লগিং ব্লু ফ্লিম মজার মডেম মন্তব্য মাইস্পেস মিসির আলি মেনু মোবাইল রবিদ্রনাথ রহস্য পত্রিকা লিনাক্স লিরিক্স শিবলী শিবলী এডোবি ফটোশপ শুভ্র সফটওয়্যার সাইটম্যাপ সাহিত্য সৃজশীল ব্লগ স্টিকি পোস্ট হাইফাইভ হার্ডডিক্স হিমু হুমায়ূন আহাম্মেদ Accordion blogger blogspot dot TK favicon gravatar Html read more samazgor sitemap sticky post tips and tricks toc url

ভিজিটর পরিসংখ্যান

ব্লগ আক্রাইভ